রাজধানীতে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৭, ২৩:০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মোকলেছুর রহমান এবং জয়দুল হোসেন।

বুধবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অফিস তল্লাশি করে ৩০টি পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন, একটি সিপিইউ, দুইটি মনিটর, একটি কী-বোর্ড, একটি মাউস, পাসপোর্টের তালিকা ৬০ পাতা, দুইটি ইরাকি ভিসার ফটোকপি, ৩০ পাতা বহির্গমন কার্ড, এক কপি ইমিগ্রেশন নোটিশ উদ্ধার করা হয়।

এই চক্রের মূলহোতা আসামি কামাল সরদারসহ দেশি বিদেশি আরও আট থেকে ১০ জন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এএ/জেডএ