ঠাকুরগাঁওয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ২৩:১৫

ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট উচ্চ বিদ্যালয়ের নির্মিত মার্কেট খাস খতিয়ানভুক্ত করার প্রতিবাদে বিরুদ্ধে মানববন্ধন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সহকারী কমিশনার (ভূমি) মার্কেটটি খাস খতিয়ান করে বিদ্যালয়ের আয়ের পথ বন্ধ করে দিচ্ছেন বলে তাদের অভিযোগ।

বুধবার দুপুরে শহর হতে ১৫ কিলোমিটার দূরের ভাউলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা পায়ে হেঁটে শহরে আসেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৫ শতাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ভাউলার হাট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের উন্নয়নের জন্য আয়ের পথ হিসেবে ১৯৯২ সালে নিজস্ব জমিতে একটি মার্কেট নির্মাণ করে। মার্কেটের দোকানসমূহ স্থানীয় দোকানদারদের মাঝে ভাড়ায় বরাদ্দ প্রদান করে। ভাড়ার টাকায় বার্ষিক খেলাধুলাসহ খেলার সরঞ্জাম কেনা হয়। গরিব শিক্ষার্থীদের পোষাকসহ উপবৃত্তি প্রদান করা হয়।

সর্বশেষ চুক্তি অনুযায়ী চলতি বছরের জুন মাসে ভাড়াটিয়াদের চুক্তির মেয়াদ শেষ হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় ঘোষণা দিলে পুরাতন দোকানদারগণ বকেয়া ভাড়া পরিশোধ করতে টালবাহানা শুরু করেন।

তারা আরো অভিযোগ করে বলেন, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) বিদ্যালয়ের এই জমি খাস খতিয়ানভুক্ত করে ওইসব দোকানপাট দোকানদারদের নিকট বরাদ্দ দেওয়ার ষড়যন্ত্র করছেন। আর সে কারণে দোকানদাররা ভাড়া প্রদানে টালবাহানা করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিদ্যালয়ের আয়ের পথ বন্ধ করে অন্য কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করলে ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীরা বসে থাকবে না।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

এই বিভাগের সব খবর

শিরোনাম :