নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০৯:৪৪ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৭, ০৯:১৫

টাঙ্গাইলের বাসাইলের বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সমরেশ আলীর নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

সমরেশ আলী উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্বপৌলী গ্রামের মেছের আলীর ছেলে। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ না থাকায় মরদেহটি থানা পুলিশ উদ্ধার করতে আসেনি।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল বুধবার সকালে উপজেলার বংশাই নদীর সৈদামপুর নামক এলাকায় ধর্মজাল দিয়ে মাছ ধরছিলেন সমরেশ। এর একপর্যায়ে জালের কাঠি (বাঁশ) ভেঙে গেলে তিনি নদীতে পড়ে ডুবে যান। পাশেই মাছ ধরতে থাকা কয়েকজন এগিয়ে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

খবর পেয়ে পরিবার ও স্থানীয়রাও জাল দিয়ে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ঢাকার ডুবুরি দলকে খবর দেন। বিকাল চারটার দিকে ঢাকা থেকে ডুবুরি দল এসে রাত পৌনে আটটা পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। বৃহস্পতিবার সকালে নিখোঁজের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে রিপন বলেন, ভোরে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে আমার বাবা পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। আজ সকালে স্থানীয়রা বাবার লাশ ভাসতে দেখে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম খান জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/আরকে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :