ফরিদপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৭, ১৩:৩৬

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ‘পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভবনা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার উদ্বোধন করে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। তাই শুধু ব্যক্তিগতভাবেই নয়, আমরা সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও দূষণমুক্ত পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পারি।’

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. আবু নাঈম আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলম প্রমুখ।

পরে অতিথিরা হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :