লন্ডনে ‘ইন্ডিয়ান শেফ অব দ্যা ইয়ার’র পোস্ট অ্যাওয়ার্ড সেলিব্রেসন অনুষ্ঠিত

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৭, ২০:৪০

ব্রিটিশ বাংলাদেশিদের গর্ব সেফ টমি মিয়া কর্তৃক ১৯৯১ সালে চালু হওয়া ইন্ডিয়ান শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতার অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার প্রতিযোগিতার পোস্ট অ্যাওয়ার্ড সেলিব্রেসন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা মিডিয়ার সাংবাদিকরা।

মোস্তাক বাবুলের পরিচালনায় আয়োজক টমি মিয়া এম বি ই তার বক্তব্যে বলেন, এবারের আয়োজনে রাজ পরিবারের সদস্য প্রিন্সেস এ্যান এর উপস্থিতি এবং নিয়মিত রেস্টুরেন্ট সংশ্লিষ্টদের চেষ্টায় নতুন প্রজন্মের অংশগ্রহণে এই সেক্টর তার গৌরব ফিরে পাবে এবং তিনি তার এবারের প্রতিযগিতার বিজয়ী মিলন মিয়া বা ফাইনলিস্ট মহিলা শেফ সারাহ আলী চৌধুরীর কথা তুলে ধরেন এবং তাদের পরিচয় করিয়ে দেন।

এছাড়াও আরও বক্তব্য দেন- লাইম লাইট প্রমোশনের প্রধান নির্বাহী নিজাম রহমান, জাজদের মাঝে শামীম সৈয়দ বিজয়ী, শেফ মিলন মিয়া ও সারাহ আলী চৌধুরী।

নিজাম রহমান বলেন, গ্লোবালী প্রায় আট হাজার আবেদনকারীর কাছ থেকে তারা সাড়া পান। টমি মিয়া এম বি ই সংবাদমাধ্যম কর্মীদের জানান, ভিসা জটিলতার কারণে বাংলাদেশের বিজয়ী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এ কারণে তিনি দিল্লি থেকে ভিসা অফিস ঢাকাতে দ্রুত স্থানন্তরের দাবি জানান।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য প্রিন্সেস এ্যান।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :