প্রধানমন্ত্রীর ধন্যবাদ সমাবেশে বিএনপির দুই নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৭, ২১:৩২

ডিএনডি জলাবদ্ধতায় নারায়ণগঞ্জের ২০ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে মেগা প্রকল্প উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম মেন্টু। সমাবেশে উপস্থিত হওয়ায় বিএনপির এ দুজনকে নেতাকে প্রশংসায় ভাসিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু। ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর ব্যাপক প্রশংসা করেছেন নারায়ণগঞ্জ বিএনপির এই দুই নেতাও।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া মাঠে ডিএনডির মেগা প্রকল্পের উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আয়োজিত সমাবেশটির অয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সমাবেশে উপস্থিত থাকায় বিএনপি নেতাদের ভুয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী হিরু বলেন, ‘আজকে আওয়ামী লীগের এমপি শামীম ওসমান চমক দেখিয়ে দিলেন আওয়ামী লীগের আজকের এ জনসভায় জেলা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিত করিয়ে। বিএনপি নেতারা আজকে শামীম ওসমানের উন্নয়নে এখানে এসে শেখ হাসিনার বাংলাদেশের অগ্রগতির উন্নতির স্বীকৃতি দিয়ে গেছেন। এ জন্য সাহস ও বুকের পাঠা লাগে। এ জন্য জেলা বিএনপির শীর্ষ নেতা আজাদ বিশ্বাস ও মনিরুল আলম সেন্টুকে সাধুবাদ।’

এদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ওয়ার্ড সভাপতি রোকন ও বিএনপি নেতা জামাল পাটোয়ারী শতাধিক নেতাকর্মী নিয়ে ফুলের নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হুসনে আরা বাবলী, এমপি সানজিদা খানম, এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাজিমউদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা মনির প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :