খালেদা এতিমদের টাকা মেরে খেয়েছেন: প্রতিমন্ত্রী হিরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৭, ২৩:৫৮

পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি এতিমদের টাকা মেরে খেয়েছেন তাই আপনি আজকে কাঠগড়ায়। আপনি জনগণের মনে আর নেই। সামনের নির্বাচনে পালালে আপনি জনগণের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। আপনি নির্বাচনে না এসে আবারো আগুন সন্ত্রাস শুরু করলে এবার আর জনগণ মাফ করবে না।’

বৃহস্পতিবার বিকেলে নারায়াণগঞ্জের ফতুল্লার দেলপাড়া মাঠে ডিএনডির মেগা প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামানোর কেউ নেই। কারণ মানুষের জন্য তার নেতৃত্বে উন্নয়ন হয়। আগামীতেও শেখ হাসনার অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘শামীম ওসমান এ সরকারের কাছ থেকে অনেকটা জোর করেই আপনাদের জন্য ৫৫৮ কোটি টাকা এনেছেন। ডিএনডিতে এ প্রকল্পের কাজ শুরু হবে। আগামী ৭/১০ দিনের মধ্যেই আপনারা সেনাবাহিনীকে দেখতে পাবেন। সেনাবাহিনীর অধীনে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ কাজ হবে। পানি উন্নয়ন বোর্ড কাজগুলো করবে। কিন্তু রাজউক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহায়তায় এ পানি সরিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যেতে হবে।’

সমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেন, আজকে এ মাঠে সমােেবশের স্থান সংকুলান হচ্ছে না। তবুও এ মাঠেই আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে। কারণ এখানকার বাকি সব এলাকা পানির নিচে। এ মাটি বিএনপির না আওয়ামী লীগের না, এ মাটি বাংলার মানুষের। আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করতে চাই।

শামীম ওসমান আরো বলেন, ২০১৪ সালে বিএনপি জামাতের নেতৃত্বে মানুষ পুড়িয়ে মারা হলো। তখন দেশ বিদেশের আন্তর্জাতিক শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আমি আমার নেত্রীকে জানালাম নেত্রী বললো কই নাতো, দেশে তো ষড়যন্ত্র হচ্ছে না। মহাষড়যন্ত্র হচ্ছে। তোমার ওপর তো ১৬ই জুনে বোমা হামলা হয়েছিল কই তুমি কি মরেছ? তেমনি আল্লাহ কাউকে রক্ষা করলে ষড়যন্ত্র কখনই কাউকে কিছু করতে পারে না।

সমাবেশে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, এমপি সানজিদা খানম, এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টু প্রমুখ।

সমাবেশে বিএনপি নেতারা উপস্থিত হওয়ায় প্রতিমন্ত্রী বিএনপি নেতাদের প্রসংশা করে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :