এয়ার হোস্টেস হতে চেয়েছিলেন টাবু

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০৯:৪০ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ০৮:৫৭

বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী তাবাচ্ছুম হাশমী টাবু। ইদানিং খুব একটা পর্দায় দেখা যায় না দীর্ঘাদেহী এ নায়িকাকে। শেষ বার ২০১৫ সালে তাকে সালমান খানের ব্লকবাস্টার ‘জয় হো’ ছবিতে সালমানের বড় বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। প্রায় দুই বছর বাদে আবারও তিনি ফিরেছেন রূপালী পর্দায়। নামি পরিচালক রোহিত শেঠির ‘গোলমাল’ সিরিজের ‘গোলমাল এগেইন’ ছবিতে দেখা মিলবে নায়িকার। আজই মুক্তি পাবে ছবিটি।

অভিনয় জীবনে যথেষ্ট প্রতিষ্ঠা পেয়েছেন এ অভিনেত্রী। তার ঝুলিতে আছে দুটি জাতীয় পুরস্কার এবং একাধিক ফিল্মফেয়ার পুরস্কার। কিন্তু হার্টথ্রব এ নায়িকার কিন্তু ছোটবেলায় ভিন্ন ইচ্ছা ছিল। অভিনেত্রী হতে চাননি তিনি, হতে চেয়েছিলেন বিমানবালা। সম্প্রতি এক সাক্ষাতকারে সে কথাই জানালেন টাবু।

বললেন, ‘ছোটবেলায় অভিনয়ে আসার ইচ্ছা ছিল না। প্রথমে আমি এয়ার হোস্টেস হতে চেয়েছিলাম। ভাল হাইটের জন্য সুযোগও পেয়েছিলাম। কিন্তু হুট করেই অভিনয়ে চলে আসলাম। যখন আমি প্রথম অভিনয় জগতে আসি, তখন এই জায়গাটা সম্পর্কে কোনও জ্ঞানই ছিল না। ছবি করার সুযোগটাও এসেছিল হঠাৎ করে। তবে বাবা-মায়ের শর্ত ছিল যে, একটা ছবিতে অভিনয় করার পরে পড়াশোনাটা শেষ করতে হবে।’

অভিনয় করা ছবিগুলোর মধ্যে সবচেয়ে কঠিন চরিত্র কোনটা? এমন এক প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আমার অভিনীত কোনও চরিত্রই সহজ নয়। সৃষ্টিকর্তা আমাকে সহজে পাওয়া যায় বা করা যায়, এমন কিছু দেননি। হয়তো আমি আমার পথটাও সে ভাবেই বেছে নিয়েছি। তাই সব সময় চেষ্টা করেছি নতুন নতুন চরিত্রে অভিনয় করার। আর যদি সেটা না পেয়ে থাকি, তাহলে ছবিতে ইন্টারেস্টিং অন্য কিছু খুঁজি। সেটা পেলে, তবেই এগোই।’

কখনও নির্দেশনা বা প্রযোজনায় আসার ইচ্ছে আছে কিনা জিজ্ঞেস করলে তাবু বলেন, ‘একদমই না। কোনও ইচ্ছে নেই। শুধু ফিল্ম কেন, যে কোনও বিষয়েই আমাকে কনভিন্স করা খুব কঠিন। এখন যেখানে আছি, খুব খুশি আমি। নিজের পছন্দের লোকেদের সঙ্গে কাজ করতে ভালবাসি। অভিনয় আমার জীবনের একটা ছোট অংশ। এটা ছাড়াও আমার জীবনে করার মতো অনেক কিছু রয়েছে।’

মুক্তির অপেক্ষায় থাকা জনপ্রিয় ‘গোলমাল’ সিরিজের ‘গোলমাল এগেইন’ ছবিতে টাবু ছাড়াও আছেন অজয় দেবগন, তুষার কাপুর, পরিণীতি চোপড়া, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাডে, কুনাল খেমু, প্রকাশ রাজ, নীল নিতিন মুকেশ, জনি লিভার, মুকেশ তিওয়ারি, সঞ্জয় মিশ্র, মুরলি শর্মা, ব্রজেশ হিরজি, অশ্বিনী কালশেখর, বিজয় পাটেকার, উদয় টিকেকার ও শচিন খেদেকার। অজয় ও তুষার কাপুর গোলমাল সিরিজের সব ছবিতেই অভিনয় করেছেন। অন্যদিকে, ছবিটিতে নতুন সংযোজিত হয়েছেন টাবু ও পরিণীতি চোপড়া।

১৯৮৫ সালে ‘হাম নওজয়ান’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন টাবু। নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন ১৯৯১ সালে তেলুগু ভাষায় নির্মিত ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে। তিনি মূলত হিন্দি ছবিতে কাজ করেন। তবে অসংখ্য তেলুগু, তামিল, মালায়ালম, মারাঠি এবং বাংলা ভাষার ছায়াছবিতেও কাজ করেছেন। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দুইবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জিতেছেন টাবু। এছাড়া সেরা নারী অভিনেত্রী হিসেবে চার বার জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কারও।

ঢাকাটাইমস/২০অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :