ঢাবির নতুন প্রক্টর গোলাম রব্বানী

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ১২:২৪

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে তা কার্যকর হবে বলে চিঠিতে জানানো হয়।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২-এর ১১ অধ্যায়ে বর্ণিত দায়িত্ব ও কর্ম পদ্ধতি অনুযায়ী তিনি প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহ্যাম থেকে আরবান স্টাডিজের ওপর পিএইচডি সম্পন্ন করেন।

তিনি ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপনায় যোগ দেন এবং পাশাপাশি ২০১৬ সালে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

ঢাকাটাইমস/২০অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :