‘বাবরির মতো তাজমহলও ধ্বংস করা হতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৫:২২ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ১৩:৪২

কয়েক দিন ধরেই বিতর্কের কেন্দ্রে রয়েছে সম্রাট শাহজাহানের প্রেমের সৌধ তাজমহল। সেই বিতর্কে এ বার নতুন মাত্রা যোগ করলেন ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সিনিয়র নেতা ও রাজ্যের সাবেক মন্ত্রী আজম খান।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাবরি মসজিদের মতো তাজমহলকেও ডিনামাইট দিয়ে ধ্বংস করা হতে পারে।

সম্প্রতি উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সংগীত সোম মন্তব্য করেছেন, ‘তাজমহল ভারতীয় সংস্কৃতিতে কলঙ্কের চিহ্ন।’

সম্প্রতি বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার গণমাধ্যমের সামনে দাবি করেছেন, তাজমহল আসলে হিন্দু মন্দির। মুঘল সম্রাট শাহজাহান শিবমন্দির ভেঙে সেখানে সৌধ তৈরি করেছেন। তাজমহলের নাম পরিবর্তন করে ‘তেজো মহল’ করারও দাবি জানিয়েছেন।

বুধবার আরেক বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী আবার দাবি করেছেন, যে জমিতে তাজমহল দাঁড়িয়ে আছে সেই জমিটি জয়পুরের রাজাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান।

তার কথায়, ‘আমার হাতে এমন নথি এসেছে, যা থেকে স্পষ্ট যে জয়পুরের রাজা–মহারাজাদের তাজমহলের জমিটি বেচতে বাধ্য করেছিলেন শাহজাহান। ক্ষতিপূরণ বাবদ সেই রাজাদের ৪০টি গ্রাম দেয়া হয়েছিল। যাকে কোনওভাবেই ওই জমির দামের সঙ্গে তুলনা করা যায় না।’

তিনি আরও বলেন, ‘নথিতে আরও দেখা যাচ্ছে, ওই জমিতে একটি মন্দির ছিল। কিন্তু মন্দির ভেঙেই তাজমহল বানানো হয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয়।’ শীঘ্রই ওই নথি তিনি সংবাদমাধ্যমে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন স্বামী।

আর বিজেপি নেতাদের এই সব মন্তব্যের পরেই তাজমহল নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আজম খান।

তিনি বলেন, ‘যদি বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়া যায়, তা হলে দেশে যে কোনো সৌধই ভেঙে ফেলা হতে পারে। এই পরিস্থিতিতে যে কোনও দিন তাজমহল ধ্বংস হয়ে যেতে পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। দেশের কোনও সৌধই এখন নিরাপদ নয়।’

তার কথায়, ‘রাম মন্দিরের নামে যারা বাবরি ভাঙতে পারে, তারা সবই করতে পারে। তাজের আন্তর্জাতিক খ্যাতি রয়েছে বলেই ওই সৌধ এখনও দাঁড়িয়ে রয়েছে।’

সংগীত সোমের তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্যের পরেও দেশ জুড়ে হইচই তৈরি হয়। অস্বস্তিতে পড়ে যায় বিজেপি।

তখনও আজম বলেছিলেন, ‘শুধু তাজমহল কেন, সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, লালকেল্লাও গুঁড়িয়ে দেয়া হোক। কারণ সেগুলিও দাসত্বের প্রতীক। বহন করছে গোলামির ইতিহাস।’

বিষয়টি বিধায়কের ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়িয়েছেন বিজেপি নেতৃত্ব। সোমকে এমন মন্তব্যের জন্য কারণ দর্শাতেও বলা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেন, ‘কে তাজমহল তৈরি করেছেন সেটি বড় কথা নয়। ভারতীয় শ্রমিকদের ঘাম এব‌ং রক্তে তৈরি হয়েছে তাজমহল।’

এরই মধ্যে আজ তাজমহলের ছবি টুইট করেছে বাম-শাসিত কেরালার পর্যটন বিভাগ। তা দেখে অনেকের প্রশ্ন, ‘কেরালা সরকার কি উত্তরপ্রদেশ সরকারকে ‘ট্রোল’ করছে?’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :