পোল্যান্ডে ন্যাটোর গোয়েন্দা কেন্দ্রের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ১৪:০৯

পোল্যান্ডে গোয়েন্দা কেন্দ্র উদ্বোধন করেছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন ২৯ সদস্য দেশের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা জোরদারের লক্ষ্য খোলা হয়েছে এটি। রাশিয়ার সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর উত্তেজনা যখন তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়া হলো।

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নগরী কারাকোওতে এ কেন্দ্র স্থাপন করা হয়েছে। গোয়েন্দা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্তোনি ম্যাসিয়ারেউইস বলেন, ন্যাটো মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ানোর লক্ষ্যে এটি স্থাপন করা হয়। পাশাপাশি তাদের আচরণ এবং নীতিও এ কেন্দ্র নির্ধারণ করবে বলেও জানান তিনি।

জীবনের সকল ক্ষেত্রই গোয়েন্দা তৎপরতার আওতায় পড়ে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, সাইবার যন্ত্রপাতি এবং প্রচলিত গোয়েন্দা তৎপরতার মুখে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হুমকিতে পড়েছে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :