ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হোন: নেতাকর্মীদের এলজিআরডিমন্ত্রী

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৭, ১৫:৩৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে নিজ জেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘নিজেদের ভুলভ্রান্তি সংশোধন করে যারা দল থেকে দূরে রয়েছে তাদেরকে দলে ফিরে আনতে হবে। তাহলেই নৌকার বিজয় নিশ্চিত হবে।’

বৃহস্পতিবার রাতে ফরিদপুর শহরের বদরপুরস্থ মন্ত্রীর নিজ বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণামূলক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ফরিদপুরকে বিভাগ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে মোশাররফ হোসেন বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে ফরিদপুরে বেশি উন্নয়ন হয়েছে।

দলের নেতাকর্মীদের প্রতি মোশাররফ হোসেন বলেন, ‘এখন থেকেই আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে দলের জন্য ও বঙ্গবন্ধু কন্যার জন্য নৌকা প্রতীকে ভোট চান। আপনাদের সকলের প্রচেষ্টায় দল আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।’

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে কে দলীয় মনোনয়ন পাবে সেটি কেবল দলীয় প্রধানই ভাল জানেন। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে পারবো। এই কারণে দলীয় স্বার্থে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে মোশাররফ হোসেন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রতিনিয়ত সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। যাতে অন্যরা মানুষকে বিভ্রান্ত করতে না পারে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারমান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফুয়াদ, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, শহর আওয়ামী লীগগের সভাপতি নাজমুল ইসলাম লেভী, শ্রমিক লীগের আক্কাস হোসেন, স্বেচ্ছাসেবক লীগের শওকত আলী জাহিদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা।

ঢাকাটাইমস/২০অক্টোবর/প্রতিনিধি/এমআর