বোলিংয়ে সাকিব-রুবেলের উন্নতি, ব্যাটিংয়ে মুশফিকের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৭:৪৭ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ১৬:২৯

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সবশেষ প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার-সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ওয়ানডেতে হাফ-সেঞ্চুরি করেন মুশফিক। তার পুরস্কার হাতেনাতে ফেলেন তিনি। পাঁচ ধাপ এগিয়ে আইসিসির ব্যাটসম্যানদের তালিকায় মুশফিকের অবস্থান এখন ১৮তম।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের পেসার রুবেল হোসেনের উন্নতি হয়েছে সাত ধাপ। একধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে রুবেলের অবস্থান ৬১। আর সাকিব আছেন ১৯ নম্বরে। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রুবেল নেন ৪ উইকেট এবং দুটি উইকেট শিকার করেন সাকিব।

তবে বোলিংয়ে এগোলেও ওয়ানডে অলরাউন্ডারের আসনটা ছাড়তে হয়েছে সাকিবকে। শীর্ষে উঠে এসেছেন হাফিজ। তার রেটিং পয়েন্ট এখন ৩৬০। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া সাকিব এখন পাকিস্তানী অলরাউন্ডারের থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে (৩৪৫)।

পাকিস্তানি পেসার হাসান আলী আইসিসির সবশেষ র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে উঠেছেন। ছয় ধাপ এগিয়ে তিনি শীর্ষে অবস্থান করছেন। আর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে চলে এসেছেন এবিডি ভিলিয়ার্স। দুইয়ে নেমে গেছেন বিরাট কোহলি এবং তিনে নামতে হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :