ষড়যন্ত্র দেখছেন ফখরুল

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ১৮:৫৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যাতে নির্বাচনে আসতে না পারে সেজন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তিনি বলেন, আওয়ামী লীগ জানে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। বিএনপি নির্বাচন করলে আওয়ামী লীগের ভাগ্যে ২৫টির বেশি আসন জুটবে না।

শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় ঘাঘটিয়াচালা এলাকায় প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘আমরা নির্বাচনকালীন সহায়ক সরকার চাই। এজন্য প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের কাছে দায়িত্ব দিতে হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যমত সৃষ্টিতে দলমত নির্বিশেষে জাতীয় কনভেনশন আহবানের দাবি জানান তিনি।

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান, দলের সাংগঠনিক সম্পাদক, শামা ওবায়েদ, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে সভায় উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহবান জানান মির্জা ফখরুল।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

নৈরাজ্য চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য: নুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :