আবারও তামিমকে নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ১৯:১০

বেনোনিতে প্রস্তুতি ম্যাচে খেলার সময় বাঁ ঊরুর পেশিতে চোট পান তামিম ইকবাল। পরে প্রথম টেস্টে নামার পর আবারও একই জায়গায় চোট পান তিনি। যে কারণে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে দর্শক হয়ে থাকতে হয়েছে তামিমকে।

দ্বিতীয় ওয়ানডে খেলার পর ব্যথা অনুভব করছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম। সে জন্য শুক্রবার অনুশীলন করেননি তিনি। এ অবস্থায় তৃতীয় ওয়ানডেতে তামিমের খেলা নিয়ে তৈরি হলো শঙ্কা।

তামিমের ইনজুরি প্রসঙ্গে ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, তামিমের চোটের ব্যাপারে পরিষ্কার ধারণা পেতে স্ক্যানের ফলের জন্য অপেক্ষা করছেন তারা। দ্বিতীয় ওয়ানডের পর তামিম ব্যথা অনুভব করছে। পুরানো চোটের জন্যই তৃতীয় ওয়ানডেতে তামিমের খেলা অনিশ্চিত।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। রোববার ইস্ট লন্ডনে হবে তৃতীয় ওয়ানডে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :