পাকিস্তানের চীনা প্রকল্পে গ্রেনেড হামলা, আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৯:৩৩ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ১৯:২৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গাদার বন্দর এলাকায় চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পের অস্থায়ী শ্রমিক হোস্টেলে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছেন ২৬ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার পুলিশ জানিয়েছে, ঘটনার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। তবে বেশ কয়েকদিন আগে গাদার বন্দর এলাকায় দু-তিনজন অচেনা ব্যক্তির যাতায়াত হয়েছিল। সেই অজানা ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পাকিস্তান পুলিশ।

বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম দিকে শক্তি ও যাতায়াত বিষয়ক একটি প্রকল্পের কাজ চলছে। পাকিস্তান সীমান্তে আরব সাগরে গভীরতম বন্দর স্থাপনের জন্য এই প্রকল্পটি চালু রয়েছে। সেই প্রকল্পে বিনিয়োগের একাংশে রয়েছে চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রকল্প।

পুলিশ কর্মকর্তা ইমাম বকশ জানান, ঘটনাটি ঘটে রাতের দিকে। কাজ শেষে শ্রমিকরা হোস্টেলে রাতের খাবার খাচ্ছিল।ঐ সময়ই হোস্টেলকে লক্ষ্য করে মোটরসাইকেলে করে আসা দুষ্কৃতিরা গ্রেনেড হামলা চালায়। তবে দুষ্কৃতিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিক অনুমান, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা এই হামলা করে থাকতে পারে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :