তামিমের দক্ষিণ আফ্রিকা সফর শেষ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২০:৩৩ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ২০:১৬

রিপোর্টেও ভালো খবর আসেনি। বাঁ ঊরুর চোটটা আরও বেড়ে গেছে তামিম ইকবালের। ফলে মোস্তাফিজুর রহমানের মতো তামিমেরও শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকা সফর।

বিমান টিকিট পেলে শনিবারই দেশের দিকে রওনা করবেন তামিম। না হলে, রবিবার মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজদের সঙ্গে দেশে ফিরে আসবেন টাইগার ওপেনার। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন।

ইনজুরির কারণে আগামী ২৪-২৫ দিন খেলার বাইরে থাকতে হবে তামিমকে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি ম্যাচের পাশাপাশি বিপিএলের প্রথম তিনটি ম্যাচও খেলতে পারবেন না তামিম। সব কিছু ঠিকঠাক থাকলে ১৪ নভেম্বরের ম্যাচ দিয়ে ফের ২২ গজে ফিরবেন তামিম।

এর আগে বেনোনিতে প্রস্তুতি ম্যাচে খেলার সময় বাঁ ঊরুর পেশিতে চোট পান তামিম ইকবাল। পরে প্রথম টেস্টে নামার পর আবারও একই জায়গায় চোট পান তিনি। যে কারণে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে দর্শক হিসেবে ছিলেন তামিম।

দ্বিতীয় ওয়ানডে খেলার পর ব্যথা অনুভব করেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম। সে জন্য আজ অনুশীলন করেননি তিনি। শেষমেশ স্ক্যানের পর ধরা পড়ল চোট বেড়ে গেছে তামিমের।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :