নির্মাণের দুই মাসে কলাপাড়ায় বেড়িবাঁধে ধস, ১১ গ্রামবাসী পানিবন্দি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২০:৩২ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ২০:২৭

নির্মাণ কাজ শেষ হওয়ার দুই মাসের মাথায় পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে রাবনাবাঁধ নদীর জোয়ারে ৪৭/৫নং পেল্ডারের বেড়ি বাঁধের ৮টি পয়েন্ট ভেঙে যায়। ফলে ওই ইউনিয়নের তিন হাজার একর ফসলি জমিসহ ঘর-বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে অনেক মাছের ঘের। পানিবন্দি হয়ে পড়েছেন ১১টি গ্রামে দুই হাজার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার বেড়িবাঁধটি নিম্নমানের কাজ করায় এমন দুর্ভোগ হয়েছে।

এদিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসরের বেড়িবাঁধের একটি পয়েন্ট চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পাঁচটি গ্রামে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তারেকুজ্জামান তারা জানান, রাতে রাবনাবাঁধ নদীর জোয়ারের তাণ্ডবে ৪৭/৫ নং পেল্ডারের বেড়িবাঁধের ৮টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানোর জন্য বারবার ফোন করেছি। কিন্তু তারা ফোন রিসিভ করেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। ঠিকাদারের নিম্নমানের কাজ করায় এমন দশা হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :