বরিশালে টানা বৃষ্টিতে ভোগান্তি

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ২০:৫১

গভীর সাগরে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় সঞ্চারিত মেঘমালার কারণে শুক্রবার সকাল থেকে দিনভর টানা বৃষ্টি হয়েছে বরিশালে। যে কারণে বেশ ভোগান্তির মধ্যে দিন পার করতে হয়েছে নগরবাসীকে।

এদিকে টানা বৃষ্টির ফলে পানি বেড়েছে নদীতে। পাশাপাশি বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতাও।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রনব কুমার রায় জানান, বরিশাল নদী বন্দরে ২নং এবং পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩নং সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৮.০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে লঞ্চ চলাচলের বিষয়ে বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, ‘২নং সংকেত থাকায় ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া সকল ধরনের লঞ্চ মাস্টারদের সতর্ক থাকার নিদের্শনা দেয়া হয়েছে।’

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :