সড়কে উপড়ে পড়ল গাছ, প্রাণ গেল অটোরিকশা চালকের

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ২০:৫৭

রাজশাহী মহানগরীতে সড়কের উপর হঠাৎ একটি গাছ ভেঙে পড়ে এর আঘাতে প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা চালক। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিনজন আরোহী। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের শালবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম কোরবান আলী। তিনি নগরীর শাহমখদুম থানার বায়া ভোলাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। আহত এক শিশু এবং দুই নারীর বাড়িও একই এলাকায়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ জানান, বিকালে শালবাগান এলাকায় একটি বিশাল গাছ ভেঙে অটোরিকশার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে রামেকের মর্গে পাঠায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় রাস্তার উপর থেকে গাছটি সরানো হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :