৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নৌভ্রমণ

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৭, ২২:২০ | আপডেট: ২১ অক্টোবর ২০১৭, ১৬:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নৌভ্রমণ।

শুক্রবার দিনব্যাপী আয়োজনে অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ অতিথিরা অংশ নেন।

সদরঘাট থেকে এমভি অস্ট্রিচে করে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু হয় পরিচয়পর্ব দিয়ে। এরপর একে একে পরিবেশন করা হয় গান, আবৃত্তি, কৌতুক ও নৃত্য।

অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের মোশারেফ মিলু, আয়শা সিদ্দীকা, শিক্ষা ক্যাডারের নিরাগ মেহেদী, কাস্টমস ক্যাডারের মহিউদ্দিন মাহীসহ আরও অনেকে সঙ্গীত পরিবেশন করেন।

অ্যাসোসিয়েশনের সদস্যের সহধর্মিণীরাও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।

সময়ের আলোচিত সেলিব্রেটি জান্নাতুন নাঈম এভ্রিল, হিরো আলম, অভিনেতা আফজাল কবির সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

সবশেষ আয়োজন ছিলো র‌্যাফেল ড্র।

অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী, সাধারণ সম্পাদক ইফতেখার আলম ভুঁইয়া, শামসুজ্জামান বাবু, আহসান খান রবিন, আমিনুর রহমান, নাঈম ফিরোজ, ইফতেখায়রুল ইসলামসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল হাদী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকে পেশাগত কাজের বাইরেও নানা সামাজিক কর্মকাণ্ড করছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। আগামী দিনে এই কর্মপরিধি বাড়ানো চেষ্টা অব্যাহত থাকবে। একইসঙ্গে আমরা সবার মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করে সুন্দর ও উন্নত দেশ গড়ার চেষ্টা করে যাবো। এজন্য সবার সহযোগিতার প্রত্যাশা রইলো।

(ঢাকাটাইমস /২০অক্টোবর/বিইউ/জেডএ)