‘মেধার বিকাশ ঘটাতে প্রাণিসম্পদের বিকল্প নেই’

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৭, ২৩:০৩

ব্যুরো প্রধান, রাজশাহী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, মেধার বিকাশ ঘটাতে মৎস্য ও প্রাণিসম্পদের বিকল্প নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সেক্টরে পরিকল্পিতভাবে উন্নয়নের পরিকল্পনা নিয়ে সুস্থ জাতি গঠনে এগিয়ে যাচ্ছেন।

শনিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী রাজশাহী বিভাগীয় জেলা প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজশাহী সার্কিট হাউসে কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, মৎস্য চাষ, গরু ছাগল পালন ও পোল্ট্রি উৎপাদন করে দেশ থেকে দারিদ্র বিমোচন হচ্ছে। সুস্থ জাতি গঠনের লক্ষ্যে সরকার সুষম ও নিরাপদ খাদ্য সরবরাহ করতে কাজ করে যাচ্ছে। এ সেক্টরকে এগিয়ে নিতে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন এবং আরো দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আইনুল হকের সভাপতিত্বে সভায় বিএলআরআইর মহাপরিচালক নুরুন্নাহারসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/আরআর/এলএ)