মিরপুরে সড়কে নৌকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৭:২৬ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ১৭:০৩

সামান্য বৃষ্টি হলেই যেখানে পুরো এলাকায় পানিতে ডুবে যায় সেখানে টানা দুইদিনের বৃষ্টিতে মিরপুর-১০ নম্বর থেকে কাজীপাড়া-শেওড়াপাড়ার অবস্থা কেমন হয় তা সহজেই অনুমান করা যায়। শনিবার সকাল থেকে এই এলাকায় অলিগলি ছাড়াও মূল সড়কে পানিতে থৈ থৈ করছে।

টানা বৃষ্টির কারণে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ ব্যক্তিগত গাড়িও সড়কে তেমন ছিল না। যে কারণে মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। বিশেষ করে ওই এলাকায় শিক্ষার্থীদের ঠিক সময়ে স্কুল কলেজে যেতে বেগ পেতে হয়েছে।

তবে পানিতে ডুবে সড়কের যখন এমন অবস্থা তখন সাধারণ মানুষের চলাচলের জন্য সড়কে দেখা মিলেছে নৌকার। বেলা ১১টার দিকে মিরপুর কাজীপাড়া এলাকার প্রধান সড়কে নৌকা চলতে দেখা গেছে।

অনেকে মূল সড়কে পানি জমায় ভোগান্তির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন।

শাহ পরান নামের একজন সরকারি চাকরিজীবী কাজীপাড়া থেকে ফার্মগেটে অফিসে আসতে গিয়ে বিপদে পড়ে যান। অনেক কষ্টে শেষ পর্যন্ত অফিসে আসার সুযোগ পেলেও কাজীপাড়ার মূল সড়কে নৌকা চলাচলের ছবি দেখে মুঠোফোন তা ধারণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

জানতে চাইলে ঢাকাটাইমসকে তিনি বলেন,অফিসে আসার সময় দেখলাম রাস্তায় নৌকা চলতেছে। লোকজনও নৌকায় চড়ে এদিক সেদিক যাচ্ছিলেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘একটু বৃষ্টি হলেই এই এলাকা পুরো তলিয়ে যায়। এভাবে কি চলা যায়? কিন্তু এই জলাবদ্ধতার দায় কেউ নিতে চায় না।’

মো. শোয়াইব আরেফিন নামের একজন ফেসবুকে মিরপুর-১০ নম্বর এলাকায় নৌকা চলাচলের একটি ছবি পোস্ট করেছেন।

ছবিটি পোস্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া খান লিমা ফেসবুকে লিখেছেন, ‘ওয়াও এমন দিনগুলোই ত চাইছি, নৌকা চলবে নগরীতে, দারুন।’

স্থল নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জনজীবন অস্বাভাবিক হয়ে উঠেছে, নগরজীবনে নেমেছে দুর্ভোগ। আজ শনিবারও অঝোর ধারায় ঝরছে বৃষ্টি।

তবে রবিবার দুপুরের পর থেকে বৃষ্টি কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/বিইউ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :