সুষমা স্বরাজ আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৩৮ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ১৮:২৮

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামীকাল রবিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। সফরকালে তিনি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রবিবার দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষমা স্বরাজকে স্বাগত জানাবেন।

সফরকালে সুষমা স্বরাজ ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আগামীকাল বিকাল সাড়ে চারটায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল সন্ধ্যা ছয়টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। তবে এই বৈঠকের সিডিউল এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুষমার বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে।

দুই দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকালে ঢাকা ত্যাগ করবেন।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :