বরিশালে সর্বোচ্চ বৃষ্টিপাত, লঞ্চ বন্ধ ঘোষণা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ১৮:২৪
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে ৪ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

আজ শনিবার বিকেল থেকে এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, বৈরী আবহাওয়ার কারণে ভোলা টু ঢাকা, পটুয়াখালী টু ঢাকা, বরিশাল টু ভোলা এবং বরিশাল টু ইলিশা-মজুচৌধুরী হাটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।

এদিকে মৌসুম অনুযায়ী বৃষ্টি না হলেও শুক্রবারের বৃষ্টি এ বছরের রেকর্ড অতিক্রম করেছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিস।

সিনিয়র অবজারভার মো. ইউসুফ জানান, ১৮ তারিখে বরিশালে ৮ দশমিক ২ মিলিমিটার, ১৯ তারিখ ২০ মিলিমিটার, ২০ তারিখ ১৮৫ দশমিক ৬ মিলিমিটার এবং আজ ২১ তারিখ ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চারদিনে রেকর্ড করা হয়েছে ২৪১ দশমিক ৩ মিলিমিটার। এছাড়াও বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল সকাল ৯টা ৪২ মিনিটে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

তিনি জানান, মৌসুমের কারণে বৃষ্টি না হলেও এই বছরের রেকর্ড অতিক্রম করেছে এই বৃষ্টিপাত। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে নদী বন্দরে ২নং এবং পায়রা সমুদ্র বন্দরে ৩নং সংকেত দেখাতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/টিটি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :