সদরঘাট থেকে ছাড়ছে না লঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৫৩ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৫০
ফাইল ছবি

প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের প্রধান নদীবন্দর রাজধানীর সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়ছে না। দেশের সব নদীবন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি থাকায় শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে ৪১টি রুটের লঞ্চ। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. নাদিরুজ্জামান জানিয়েছেন, নদীবন্দরগুলোতে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত অব্যাহত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে লঞ্চ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এসব রুটের লঞ্চযাত্রীরা। গন্তব্যে পৌঁছা নিয়ে তারা রয়েছেন চরম অনিশ্চয়তায়। অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে গেলেও বেশির যাত্রী অপেক্ষায় আছেন লঞ্চ চলাচলের।

মৌসুমী নিম্নচাপের প্রভাব গত দুই দিন ধরেই দেশের বেশির ভাগ অঞ্চলে বিরাজ করছে প্রতিকূল আবহাওয়া। তবে আগামীকাল সকাল নাগাদ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :