রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২০:৩৫ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৫৯

রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- নজরুল ইসলাম এবং আতিকুর রহমান। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম মারা যায়। শনিবার দুপুরে বাসায় জমে থাকা পানিতে পা রাখা মাত্র বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পৌনে দুইটার সময়ে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম দক্ষিণ যাত্রাবাড়ীর ১৩০/এ নম্বর বাড়িতে বসবাস করতেন। তিনি মিলকো নামের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

অপরদিকে খিলগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আতিকুর রহমান নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে বাসায় যাওয়ার সময় নিচে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে পা লেগে গুরুতর আহত হয় সে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকাল সাড়ে চারটার সময়ে মৃত ঘোষণা করেন।

আতিকুর রহমান খিলগাঁওয়ের একটি হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত। সে তার পরিবারের সঙ্গে রাজধানীর খিলগাঁওয়ের বড় মসজিদ এলাকায় বসবাস করত।

ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ দুইটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

আউটসোর্সিং নিয়োগের কারণে বিপাকে কৃষিবিদরা

দক্ষিণখানে মার্কেটের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

সবুজবাগে ট্রাক থামাতে চালককে গুলি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬ সন্ত্রাসী

পুরান ঢাকার যে দোকানে সবচেয়ে কম দামে গরুর মাংস

লেকে বর্জ্য ফেললে কলাগাছ থেরাপি দেবো: মেয়র আতিক

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন, বন্ধু আহত

দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: তথ্য প্রতিমন্ত্রী

অর্থের বিনিময়ে চাকরি স্থায়ীকরণের অভিযোগ, নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএসএমএমইউ উপাচার্য

টাকা না পেয়ে রোগীর স্বজনদের মারধর করলেন আনসার সদস্যরা!

ঢাকার লেকগুলো করপোরেশনকে বুঝিয়ে দিতে রাজউকের প্রতি আহ্বান মেয়র আতিকের

এই বিভাগের সব খবর

শিরোনাম :