রবিবার পর্যবেক্ষকদের সঙ্গে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ১৯:২৭

আগামীকাল রবিবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ সংলাপ শুরু হবে বেলা ১১টায়।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, মতবিনিময়ের জন্য এরই মধ্যে ৩৩টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন ভবনে রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে এ মতবিনিময়। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

যাদের আমন্ত্রণ জানানো হয়েছে

সংস্থাগুলোর প্রধানদের মধ্যে রয়েছেন- জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পরিচালক মো. আবদুল আলীম, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সামসুল হক, পলিসি রিসার্স স্টাডিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ আল আমিন, ডাক দিয়ে যাই এর নির্বাহী পরিচালক শাহজাহান গাজী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. হেদায়েতুল ইসলাম চৌধুরী, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, ওয়েব ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) নির্বাহী পরিচালক এএনএম ইমাম হাসনাত, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার, ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) পরিচালক কামরুল হাসান মঞ্জু, হোমস্টেড রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের সাধারণ সম্পাদক শেখ আবদুল মালেক, ডেমোক্রেসিওয়াচের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক তালেয়া রহমান, ফেয়ার ইলেকশন মনিটরিং এলায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খানম, ইনোভেশন ক্যাপিটাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের প্রেসিডেন্ট এএইচএম নোমান, আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, খান ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার, অ্যাকশন অব ডিজএ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, সোসাইটি ফর রুরাল বেসিক নীড-স্রাবনের প্রধান নির্বাহী সাকিব আহমেদ বশার, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সলিডারিটির নির্বাহী পরিচালক এসএম হারুন অর রশীদ লাল, উত্তরণের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) পরিচালক আলাউদ্দিন খান, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক একে আরজু, গণকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামিমা ইয়াসমিন, লাইট হাউজের প্রধান নির্বাহী হারুন অর রশীদ, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সেলিমা সারওয়ার, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সরদার হুমায়ুন কবির, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এনজেলা গোমেজ এবং গ্রাম উন্নয়ন কেন্দ্রের (গাক) নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসাইন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বিষয়ে অংশীজনদের সঙ্গে পরামর্শ নেয়ার অংশ হিসেবে ধারাবাহিকভাবে সংলাপ করছে করেছে নির্বাচন কমিশন।

গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে ইসির এবারের সংলাপ শুরু করে। ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ইসি। এরপর ২৪ আগস্ট থেকে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন যা শেষ হয় গত বৃহস্পতিবার। আগামী ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপসূচি নির্ধারণ করেছে ইসি।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :