চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৭, ১৯:২৭

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানার রিয়াজুদ্দিন বাজার এলাকার স্টেশন রোড থেকে ১০ হাজার দুইশ পিস ইয়াবাসহ আবুল কাশেম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকালে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবুল কাশেম জেলার আনোয়ারা থানাধীন রায়পুরা ইউনিয়নের দক্ষিণ পড়ুয়া পাড়া গ্রামের মৃত মো. ছবুরের ছেলে।

উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহম্মেদ।

তিনি বলেন, আবুল কাশেম চট্টগ্রাম কক্সবাজার রোড হয়ে ১০ হাজার দুইশ পিস ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। গোপন সূত্রে এ খবর পেয়ে নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকার স্টেশন রোডে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেপ্তারের পর ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কোতেয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, আটক আবুল কাশেম একটি শক্তিশালি মাদক পাচার চক্রের সদস্য। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/জেডএ)