২৯ বছর আগে সমুদ্রে ফেলা চিঠি লেখিকার হাতে!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ২২:০২

১৯৮৮ সালের ২৬ সেপ্টেম্বর মাত্র আট বছর বয়সের একটি ছোট্ট মেয়ে খেলার ছলে তার কচি হাতের লেখা একটি চিঠি বোতলে ভরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। আট বছরের সেই মেয়েটির বয়স এখন ৩৭ বছর। দীর্ঘ ২৯ বছরের ব্যবধানে হয়তো তার সেই স্মৃতিটুকু মনেও থাকার কথা নয়। কিন্তু নিয়তির টানে তার কচি হাতের লেখা সেই চিঠিটা ২৯ বছর পর সোশ্যাল মিডিয়ার হাত ধরে লেখিকা মিরান্ডা চাভেজের হাতেই এসে পৌঁছেলো। লেখিকা নিজেও ভোলেননি তার সেই শৈশব স্মৃতি।

সাগরে ভাসিয়ে দেয়া সেই চিঠিটি সম্প্রতি লিন্ডা হাম্ফ্রি ও তার স্বামী ডেভিড দম্পতির হাতে পড়ে। এরপর সোশ্যাল মিডিয়ার সহায়তায় তারা চিঠিটির লেখিকা মিরান্ডাকে খোঁজ করতে শুরু করেন। এই দম্পতি জানান, ‘চিঠির নিচে লেখা নাম ঠিকানা দেখে লেখিকাকে শনাক্ত করেন তাঁরা। চিঠি পড়ে জানা যায়, আজ থেকে ২৯ বছর আগে দক্ষিণ ক্যারোলিনার এডিস্টো সৈকতের ধারে বেড়াতে গিয়েছিলেন মিরান্ডা। সেখানেই এই চিঠি লিখে বোতলে ভরে সমুদ্রে ভাসিয়ে দেন তিনি। ঠিক ২৯ বছর পরে আমরা সেই চিঠি জর্জিয়ার স্যাপেলো দ্বীপ থেকে বোতলসহ উদ্ধার করি।’

ডেভিড বলেন, ‘চিঠির নাম ও ঠিকানা দেখে আমরা চিঠির ছবি ফেসবুকে পোস্ট করি। মিরান্ডা যেহেতু তার চিঠিতে লেখা ঠিকানা বদলে ফেলেছিলেন, তাই আমরা সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হই এবং অনেক অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে যাই।’

শৈশবের সেই স্মৃতি এখনো ভুলেননি মিরান্ডা। ফেসবুকে নিজের লেখা চিঠি দেখ মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন। যোগাযোগ করেন, হাম্ফ্রি দম্পতির সাথে। এবং তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে ভুলেননি তিনি।

মিরান্ডা বলেন, ‘খুব ছোট ছোট কিছু বিষয়ও জীবনে ছাপ রেখে যায়। আমরা যতই এগিয়ে চলি না কেন, কিছু ছোট ঘটনা ফের শৈশবের স্মৃতিকে জীবন্ত করে দেয়। এই ঘটনা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর মধ্যে একটি।’

বোতলে ভরে সমুদ্রে ভাসিয়ে দেয়া শৈশবে লেখা সেই চিঠির বদৌলতে ২৯ বছর পর নতুন দু’জন বন্ধুও পেয়ে গেলেন মিরান্ডা।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এএকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :