দিনাজপুরে বিএনপিসহ নানা দলের অনেকের আ.লীগে যোগদান

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ২২:৪৮

দিনাজপুরে একই সাথে বিএনপি, জাতীয় পার্টি, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী ও বিশিষ্টজনেরা হুইপ ইকবালুর রহিমের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করেছেন।

দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

সদর আসনের সংসদ সদস্য হইপ ইকবালুর রহিমের মাধ্যমে বিএনপি, জাতীয় পার্টি, জাগপা, মহিলা দল, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশা ও রাজনীতি দলের প্রায় দেড় হাজার নেতাকর্মী ও বিশিষ্টজনেরা আওয়ামী লীগে যোগ দেন।

যোগদানকারীদের অন্যতম হলেন- দিনাজপুর পৌরসভার পৌর কাউন্সিলর জেলা বিএনপির উপদেষ্টা জিয়াউর রহমান নওশাদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্ষ্টিট, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নারীনেত্রী আজিজা রহমান ইভা, জেলা জাগপার যুগ্ম সম্পাদক মো. রেজাউর রহমান, জাগপার মহিলাবিষয়ক সম্পাদক জান্নাতুস সাফা শাহিনুর, প্রকৌশলী মতিয়ার রহমান, দিনাজপুর মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হবিবর রহমান বাদশা এবং তালপুকুর, মুন্সিপাড়া, ঘাসিপাড়া, পাটুয়াপাড়া, লালবাগসহ বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ আওয়ামী লীগে যোগ দেন।

শহর আওয়ামী লীগের ব্যানারে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজুর সঞ্চালনে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুন, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও নব্য যোগদানকারী জিয়াউর রহমান নওশাদ, ওয়াহেদুল আলম আর্ষ্টিটসহ যোগদানকারী অনেকেই।

যোগদান অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দিনাজপুরে উন্নয়ন ও অগ্রযাত্রাকে তরান্বিত করতে যোগদানকারী নেতাকর্মীরা সৈনিকের ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, আর বেশি দিন নয় বিএনপির প্রতি ধিক্কার ও তাদের কর্মকাণ্ডে হতাশ হয়ে সকলেই আওয়ামী লীগের পতাকাতলে আসবে। সে দিন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া নেতাকর্মী খুঁজে পাবেন না।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এসএএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :