আইফোন এইট ও এইট প্লাস বিক্রি করবে রবি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১১:২১

মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য আগামী ২ নভেম্বর থেকে অ্যাপলের সর্বাধুনিক ও সর্বশেষ সিরিজের হ্যান্ডসেট আইফোন এইট ও আইফোন এইট প্লাস নিয়ে আসছে।

গ্রাহকরা হ্যান্ডসেট দু’টি পেতে আগামী ২৭ অক্টোবর থেকে প্রি অর্ডার করতে পারবেন। www.robi.com.bd, রবি সেবা ও এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টারে প্রি-অর্ডার করা যাবে।

নতুন ডিজাইনের আইফোন এইট এর স্ক্রিন সাইজ অনেকটা আগের আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাসেরই মতো। দৈর্ঘ্য এবং উচ্চতাও প্রায় কাছাকাছি। যদি আগে আপনার স্টকে আইফোন সেভেন বা আইফোন সেভেন প্লাস থেকে তা হলে সেই ফোন কেসেই দিব্যি ফিট করে যাবে আপনার নতুন আইফোন এইট।

নতুন আইফোন এইটে আছে দুইটি স্তরের কাচের আস্তরণ। সঙ্গে থাকবে মেটাল ফ্রেম। স্ক্রিন সাইজ হতে পারে ৫.৮ ইঞ্চির কাছাকাছি। আর আইফোন এক্সের মতো স্ক্রিনে কোনও ‘নচ’থাকবে না। পাশাপাশি ওএলইডি প্যানেলও থাকবে বলে শোনা গেছে।

এইচডি কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আইফোন এইট এবং আইফোন এইট প্লাস-এ থাকবে সফটওয়্যার ক্যামেরা ফিচার। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় বিশেষ ভাবে ‘পোট্রেট মোড’অন করা যাবে, থাকবে ‘পোট্রেট লাইটিং সিস্টেম’যাতে নিজস্বী তোলার পর ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যাবে।

নতুন ডিজাইনের ক্যামেরা থাকবে আইফোন এইটে। ঠিক যেরকম রয়েছে আইফোন সেভেনে। এতে পেছনে দুইটি ক্যামেরা থাকবে। আইফোন এক্সের মতো অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা না থাকলেও আইফোন এইটে টেলি লেন্সের সুবিধা থাকবে বলে শোনা যাচ্ছে।

নতুন আইফোন এইট এবং আইফোন এইট প্লাস-এ থাকবে অনেক দ্রুত চার্জ দেওয়ার সুবিধা। ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা থাকবে বলেও জানিয়েছে অ্যাপল।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা