খালেদার সঙ্গে সুষমার বৈঠক রাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৩:৩৮ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১১:৪৯
ফাইল ছবি

বাংলাদেশ সফরের প্রথম দিনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাত আটটায় রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দুই দিনের সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষমাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সফরকালে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুষমা। এছাড়া রোহিঙ্গা ইস্যুসহ আরও নানা বিষয়েও আলোচনা হবে।

সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সুষমা সাক্ষাৎ করবেন এমনটা শোনা গেলেও শনিবার পর্যন্ত নির্দিষ্ট কোনো শিডিউলের কথা জানা যায়নি। তবে গুঞ্জন ছিলো, সোমবার দুপুরে খালেদা জিয়ার গুলশানের বাসায় খালেদা-সুষমার বৈঠক হবে। কিন্তু শেষ পর্যন্ত সুষমা যে হোটেলে অবস্থান করবেন সেখানেই খালেদার সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।

সুষমার সঙ্গে বৈঠক করার জন্য রাত সাতটার দিকে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

দুই দিনের সফর শেষে সোমবার বিকালে ঢাকা ত্যাগ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকাটাইমস/২২অক্টোবর/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :