বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৪:৪৫ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৪:৩৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও যুগপূর্তি উদযাপন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রবিবার সকালে জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে যুগপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এরপর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণের পর রায়সাহেব বাজার মোড় হয়ে ক্যাম্পাসে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে অনুষ্ঠিত শুরু হয় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। এ সময় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা নাচ, গান ও অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রদর্শন করেন।

বর্ণাঢ্যভাবে বিশ্ববিদ্যালয় দিবস পালন না করে সেই অর্থ দিয়ে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেয়ার ঘোষণা দেয় প্রশাসন। যে কারণে অন্যান্য বছরের মতো ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে সকল আনুষ্ঠানিকতা থাকলেও শুরুতে কনসার্ট বা জনপ্রিয় কোনো শিল্পী কিংবা ব্যান্ডদল না থাকার কথা শোনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলে জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার এবং তার ব্যান্ডদল দলছুটকে আনার ঘোষণা দেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে বেলা দুইটায় এই কনসার্টের আয়োজন করা হয়েছে।

গত ২০ অক্টোবর ছিল বিশ্ববিদ্যালয় দিবস। কিন্তু ওইদিন ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় ২২ অক্টোবর দিবসটি পালনের সিদ্বান্ত নেয় প্রশাসন।

ঢাকাটাইমস/২২অক্টোবর/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :