স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৫:২৪
ফাইল ছবি

দলের সর্বোচ্চ নীতি নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামীকাল সোমবার রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয় সদস্য শায়রুল কবীর খান রবিবার দুপুরে ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কিছু বলতে পারেননি তিনি।

গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন। এ সময় খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকায় ফেরার পরদিন আদালতে আত্মসমর্পণ করে দুটি মামলায় জামিন নেন খালেদা জিয়া।

বিএনপির একটি সূত্র জানিয়েছে,সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়েও আলোচনা হতে পারে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/বিইউ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :