ফেসবুক মেসেঞ্জারে পেপাল

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৪০ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৭:২৯

ফেসবুক মেসেঞ্জারে পেপালের যুক্ত করলো ফেসবুক। এই সুবিধার আওতায় পেপাল থেকে সরাসরি মেসেঞ্জারে আর্থ পাঠানো যাবে। একইসঙ্গে অর্থ পাঠানোর অনুরোধও জানানো যাবে।

পেপাল হলো বিশ্বব্যাপী অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম। ১৯অক্টোবর বাংলাদেশে পেপালের জুম সেবা উদ্বোধন করা হয়।

ফেসবুকের সঙ্গে যৌথভাবে এই সুবিধা চালু করলো পেপাল। ফেসবুক নতুন সুবিধার সাথে অতিরিক্ত হিসেবে মেসেঞ্জারে কাস্টমার সার্ভিস চ্যাট বট যুক্ত করেছে। যার ফলে পেপাল গ্রাহকরা লেনদেনের পাশাপাশি এখন থেকে পাসওয়ার্ড পরিবর্তন, অ্যাকাউন্ট ইনকয়ারি এবং অ্যাপে পেমেন্ট সম্পর্কিত সহায়তা চাইতে পারবে।

ফেসবুক মেসেঞ্জার এবং পেপাল গতবছর গ্রাহককে কেনাকাটার জন্য তাদের পেপাল অ্যাকাউন্ট ম্যাসেঞ্জারে লিংক করার মাধ্যমে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয়। আর নতুন ঘোষণায় পিয়ার টু পিয়ার পেমেন্ট সমর্থন করবে।

বর্তমানে এই সুবিধাটি কেবলমাত্র যুক্তরাষ্ট্রের আইওএস ডিভাইস ব্যবহারকারীরা পাবে। শিগগিরই এই সুবিধা অ্যানড্রয়েড ডিভাইসেও পাওয়া যাবে বলে ফেসবুক জানিয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এজেড

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা