বরিশালে নানা আয়োজনে জীবনানন্দকে স্মরণ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৭:৪৮

রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬২তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে তার জন্মস্থান বরিশালে।

রবিবার সকাল থেকেই নানা আয়োজনে নগরীর জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে কবির মৃত্যুবার্ষিকী পালিত হয়।

সকাল সাড়ে ৯টায় জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে কবি আড্ডার আয়োজন করেন পরিষদের নেতারা। সেখানে কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে আলোচনা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক পার্থ সারথী, সহসম্পাদক অনিন্দ্য দ্বীপ, প্রগতি লেখক সংঘ বরিশাল শাখার সভাপতি অপূর্ব গৌতম প্রমূখ।

এর পরপরই ‘আড্ডা ধানসিঁড়ি’এর আয়োজনে একই স্থানে কবিতা পাঠ, আলোচনা সভা ও কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর মো. মহসিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল নগরীতে জন্মগ্রহণ করেন। বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষক সত্যানন্দ দাশগুপ্ত ও কুসুমকুমারী দাস দম্পত্তির দ্বিতীয় সন্তান ছিল জীবনানন্দ দাশ। আধুনিক বাংলা কবিতার প্রবর্তক, শুদ্ধতম কবি জীবনানন্দ দাশ ১৯৫৪ সালে ২২ অক্টোবর পশ্চিমবঙ্গের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/টিটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :