রাকাবের প্রশিক্ষণ কোর্সের সমাপনী

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৭, ১৯:০৫

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সিকিউরিটি বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাত দিনব্যাপী এই কোর্ষে ব্যবস্থাপকসহ অন্যান্য পদমর্যাদার ১৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে রোববার দুপুরে রাকাবের প্রধান কার্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুঈন উদ্দীন। রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন।

এ সময় অন্যদের মধ্যে রাকাবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান, প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন অনুষদ সদস্য আরিফুজ্জামান এবং কোর্সের সমন্বয়কারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মেইনটেন্যান্স প্রকৌশলী ফজলে রাব্বি সালেক আহমেদ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/আরআর/ইএস)