খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতাকে অপহরণের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৯:২৭

খাগড়াছড়ি জেলা শহরে লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার থেকে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দুপুর পৌনে ১টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হচ্ছেন- পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি সোহেল চাকমা ও সহ-সভাপতি জুয়েল চাকমা।

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা এ ঘটনার জন্য জেএসএস (এমএন লারমা)- এর সন্ত্রাসীদের দায়ী করে বলেন, তাদের দুই নেতাকে লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে দুটি মোটরসাইকেলে করে তাদের অপহরণ করে দীঘিনালা সড়কের দিকে নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর অপহৃতদের উদ্ধারে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ইউনিয়ন পরিষদের খ্রিস্টানপাড়ার মৃত শরত কুমার চাকমার ছেলে বাড়ির পাশের বিল থেকে ব্যাঙ ধরার সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কুপে সমুয়েল চাকমা খুন হয়। এ হত্যাকান্ডের জন্য জেএসএস (এমএন) গ্রুপ ইউপিডিএফকে দায়ী করে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :