ম্যাচ শেষে যা বললেন হতাশ মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ২১:৪৯

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। রবিবার সিরিজের শেষ ম্যাচে ২০০ রানে হেরে গেল টাইগাররা। অধিনায়ক হিসাবে মাশরাফি বিন মুর্তজার জন্য এটি হতাশার। এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, এই সিরিজ থেকেও আমাদের শিক্ষা নেয়ার অনেক কিছুই আছে।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘তিনটি ম্যাচই কঠিন ছিল। কিন্তু এখান থেকে আমাদের শেখার আছে। এই সিরিজে আমাদের বোলিং ভালো হয়নি। সেই সাথে ব্যাটিংও। আজকের উইকেট ব্যাট করার জন্য দারুণ ছিল। কিন্তু আমরা পারিনি। শুরুতে আমরা উইকেট হারিয়েছি। পার্টনারশিপ গড়তে পারিনি’।

তিনি আরও বলেন, ‘এই ধরনের কন্ডিশনে দ্রুত উইকেট শিকার করতে পারাটা জরুরি। যেটা আমরা করতে পারিনি। তামিম-মোস্তাফিজ নেই আমরা এটাকে অজুহাত হিসাবে দেখাতে পারি না। কারণ, দলে বাকি যারা রয়েছে সবাই প্রতিভাবান। এই সফরে এখনও দুইটি টি-টোয়েন্টি বাকি। আশা করি, ছেলেরা প্যাশনের সঙ্গে খেলবে। নতুনভাবে শুরু করবে’।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :