মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশিসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২২:১৬ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ২১:৫২

মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন এলাকায় শনিবার ভূমিধসে ১১ বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুজন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। রবিবার মালয়েশীয় গণমাধ্যম মালয় মেইল অনলাইন এ তথ্য জানায়।

পেনাং রাজ্যের দমকল বাহিনীর ডেপুটি অপারেশন হেড এর্ভিন গ্যালেন তেরুকি জানিয়েছেন, এর আগে ১৪ জনের মৃত্যুর কথা বলা হলেও তিন শ্রমিক নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছেন। রবিবার সকালে সপ্তম ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

নিহতদের মরদেহ পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ছয়জনের মৃতদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। পরিচয় পাওয়া ব্যক্তিরা হচ্ছেন, হুসাইন এবং ইউনুস(বাংলাদেশ), হসরিন এবং এরউইন(ইন্দোনেশিয়া), ইলিয়াস এবং ইউসুফ (মিয়ানমার)।

দমকল ও উদ্ধারকারী সংস্থার বরাতে এএফপি জানায়, দেশটির স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটার পর পরই তানচুন বাংয়া এলাকতে উদ্ধার কর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে যেখানে বাড়ি তৈরি করা হচ্ছে সেখানে ওপরের পাহাড় থেকে ভূমি ধসে পড়ছে।

পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র মাইমুনাহ মোহাম্মদ শরীফ জানান, দুর্ঘটনার সঠিক কারন বলা যাচ্ছে না। তবে কারণ হিসেবে আদ্র আবহাওয়ার কথা নাকচ করে বলেছেন, গত কয়েকদিনে এলাকাতে তেমন কোন বৃষ্টিপাত হয়নি।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :