লাথাম-টেইলরের ব্যাটে উড়ে গেল ভারত

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৭, ২২:১৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে উড়ে গেল স্বাগতিক ভারত। রবিবার ছয় উইকেটের জয় পেল নিউজিল্যান্ড। সেঞ্চুরি পেলেন কিউই ব্যাটসম্যান টম লাথাম। ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৯৫ রান করে আউট হন রস টেইলর।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতের দেয়া ২৮১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সিরিজের পরবর্তী ম্যাচ আগামী ২৫ অক্টোবর।

ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি করেন। ১২১ রান করে আউট হন তিনি।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলির এটি ৩১তম সেঞ্চুরি। ওয়ানডেতে সেঞ্চুরির দিক থেকে এখন রিবাট কোহলির উপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি রয়েছে এই কিংবদন্তি ক্রিকেটারের।

নিউজিল্যান্ডের পক্ষে আজ দুর্দান্ত বল করেন ট্রেন্ট বোল্ট। ১০ ওভার বল করে ৩৫ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। তিনটি উইকেট নেন টিম সাউদি। একটি উইকেট নেন মিচেল স্যান্টনার।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ছয় উইকেটে জয়ী নিউজিল্যান্ড।

ভারত ইনিংস: ২৮০/৮ (৫০ ওভার)

(রোহিত শর্মা ২০, শিখর ধাওয়ান ৯, বিরাট কোহলি ১২১, কেদার যাদব ১২, দিনেশ কার্তিক ৩৭, মহেন্দ্র সিং ধোনি ২৫, হার্দিক পান্ডিয়া ১৬, ভুবনেশ্বর কুমার ২৬, কুলদ্বীপ যাদব ০*; টিম সাউদি ৩/৭৩, টেন্ট বোল্ট ৪/৩৫, অ্যাডাম মিলনে ০/৬২, মিচেল স্যান্টনার ১/৪১, কলিন ডি গ্র্যান্ডহোম ০/২৭, কলিন মুনরো ০/৩৮)।

নিউজিল্যান্ড ইনিংস: ২৮৪/৪ (৪৯ ওভার)

(মার্টিন গাপটিল ৩২, কলিন মুনরো ২৮, কেন উইলিয়ামসন ৬, রস টেইলর ৯৫, টম লাথাম ১০৩*, হেনরি নিকোলস ৪*; ভুবনেশ্বর কুমার ১/৫৬, জ্যাসপ্রীত বুমরাহ ১/৫৬, কুলদ্বীপ যাদব ১/৬৪, হার্দিক পান্ডিয়া ১/৪৬, যুজবেন্দ্র চাহাল ০/৫১)।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)