কলেজছাত্রীকে কুপিয়ে জখম: গ্রেপ্তার ইমনের স্বীকারোক্তি

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ২২:২৮

নেত্রকোণার কেন্দুয়ায় কলেজছাত্রীর চুল কাটার পর তাকে কুপিয়ে জখম করার মামলায় গ্রেপ্তার পিপুল মিয়া ওরফে ইমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নেত্রকোণা বিচারিক হাকিম আদালতের বিচারক সৈয়দ আব্দুল্লাহ আল হাবিবের কাছে ১৬৪ ধারায় এই জবানবন্দী দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তিন দিনের পুলিশি হেফাজত শেষে আদালতে সোপর্দ করা হয় ইমনকে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার চাপাতিটি দিয়ে আঘাত করার কথা বিচারকের কাছে স্বীকার করেন ইমন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীটির ওপর হামলা চালান বলে বিচারকে জানান ইমন।

মঙ্গলবার বিকালে কেন্দুয়া পৌরসভার পূর্ব শান্তিবাগে কলেজছাত্রীটির ওপর এই হামলার ঘটনা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসীনধীন রয়েছেন ওই ছাত্রি।

ঘটনার দিন রাতেই পুলিশ ইমনকে জেলার মোহনগঞ্জ রেলস্টেশন থেকে আটক করে। ইমন (২০) কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের মহর উদ্দিনের ছেলে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :