ইউরোপের দেশে দেশে বিভাজনের শঙ্কা, ইতালিতে চলছে ভোট

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ২৩:৩২

স্পেনের কাতালোনিয়ার পর ইউরোপের বিভিন্ন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চলগুলো স্বাধীনতার জন্য দিন দিন তাদের দাবি জোরালো করছে। স্থানীয় প্রধান প্রধান দলগুলো স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ব্যস্ত সময় পার করছে।

স্পেনের কাতালোনিয়া ছাড়াও বাস্ক অঞ্চল, ব্রিটেনের ব্রেক্সিটের পর স্কটল্যান্ড, বেলজিয়ামের ফ্লেমিশ অঞ্চল, ফ্রান্সের নিউ ক্যালিডোনিয়ার এবং নেপোলিয়ানের কর্সিকা অঞ্চল ও ডেনমার্কের ফেরো দ্বীপের বাসিন্দারা স্বাধীনতার পক্ষে জনমত গঠন করছেন। একই ধারাবাহিকতায় ইতালির লোন্বারদিয়া ও ভেনেতো প্রদেশে স্বায়ত্তশাসনের জন্য আজ গণভোট চলছে।

স্বাধীনতা নয়, আরও স্বায়ত্তশাসন চায় ইতালির উত্তরাঞ্চল

আরও স্বায়ত্তশাসনের প্রশ্নে লোন্বারদিয়া ও ভেনেতো প্রদেশে আজ ২২শে অক্টোবর এক গণভোট হয়েছে। সকাল ৭ টা থেকে শুরু হয়ে ভোট চলে রাত ১১টা পর্যন্ত। তবে তার ফলাফল কার্যকর করার কোনো বাধ্যবাধকতা থাকবে না৷

উত্তরের সমৃদ্ধ এই অঞ্চল গোটা দেশের অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশের দাবিদার৷ ফলে কাতালোনিয়ার মতো এই অঞ্চলও কর বাবদ অর্থের আরও বড় অংশ নিজেদের কাছে রাখতে চায়।

ব্রেক্সিটের পর স্কটল্যান্ডের ভবিষ্যৎ

২০১৪ সালেই এক গণভোটে স্কটল্যান্ডের ৫৫ শতাংশ ভোটার ব্রিটেন থেকে স্বাধীনতার বিপক্ষে রায় দিয়েছিলেন৷ কিন্তু ব্রেক্সিট-পরবর্তী যুগে তাদের মতামত আবার যাচাই করতে চায় স্কটল্যান্ডের জাতীয় পার্টি৷ ইইউ-র সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হলে, এমনকি কোনো বোঝাপড়া না হলেও স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করতে চায় এসএনপি দল৷

বেলজিয়াম থেকে ফ্লেমিশ অঞ্চলের বিদায়

১৮৩০ সালে ফ্রান্স ও জার্মানির মাঝে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেলজিয়াম সৃষ্টি হয়েছিল৷ ফরাসি-ভাষাভাষী দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে এবার স্বাধীনতার চেষ্টা চালাচ্ছে উত্তরের ফ্লেমিশভাষী সমৃদ্ধ অঞ্চল৷ বেলজিয়ামের জোট সরকারের সবচেয়ে বড় দল হিসেবে জাতীয়তাবাদী এনভিএ গোষ্ঠী ২০১৯ সালের নির্বাচনে সাফল্য বাড়িয়ে স্বাধীন ফ্লেমিশ রাষ্ট্রের স্বপ্ন কার্যকর করতে চায়৷

স্পেনের বাস্ক অঞ্চলের সংগ্রাম

১৯৬৯ সাল থেকে স্বাধীন বাস্ক রাষ্ট্রের জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘এটা’৷ চলতি বছরের এপ্রিল মাসেই এই গোষ্ঠী অস্ত্র ত্যাগ করেছে৷ শান্তিপূর্ণ পথে ফ্রান্স ও স্পেনের বাস্ক সম্প্রদায়ের মানুষের জন্য স্বাধীন রাষ্ট্র গড়তে চায় ‘সর্টু’ নামের এক রাজনৈতিক দল৷ কাতালোনিয়া স্বাধীনতাকামীদের প্রতি সমর্থন জানিয়ে স্পেনের বাস্ক অঞ্চলে বিক্ষোভ দেখা গেছে৷

নিউ ক্যালিডোনিয়ার বিদায় আসন্ন

প্রশান্ত মহাসাগরের দক্ষিণে ফ্রান্সের শাসন থেকে মুক্তি পেতে পারে নিউ ক্যালিডোনিয়া৷ আগামী নভেম্বর মাসে সেখানে এই প্রশ্নে গণভোট আয়োজিত হচ্ছে৷ ১৮৫৩ সাল থেকে ফ্রান্সের অধীনে থাকার পর ২৮০,০০০ জনসংখ্যার এই দ্বীপমালা স্বাধীন রাষ্ট্র হয়ে উঠতে পারে৷ ১৯৯৮ সাল থেকেই নিউ ক্যালিডোনিয়া স্বায়ত্তশাসনের আরও অধিকার ভোগ করছে৷

ফ্রান্স থেকে মুক্তি চায় নেপোলিয়ানের কর্সিকা

ভূমধ্যসাগরে ফ্রান্সের কর্সিকা দ্বীপের জনসংখ্যা প্রায় ৩ লাখ ৩০ হাজার৷ সেখানকার জাতীয় লিবারেশন ফ্রন্ট ২০১৪ সালের জুন মাসে স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম ত্যাগ করেছে বটে, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ায় স্বাধীনতা অর্জনের স্বপ্ন ত্যাগ করেনি৷ স্বায়ত্তশাসনের বেশ কিছু অধিকার সত্ত্বেও তারা তাদের লক্ষ্যে অটল রয়েছে৷

ডেনমার্কের ফেরো দ্বীপ

আটলান্টিক মহাসাগরে ফেরো দ্বীপপূঞ্জে মাত্র ৪৮,০০০ মানুষের বাস৷ সেখানকার ভোটাররা ২০১৮ সালের এপ্রিল মাসে এক গণভোটে ডেনমার্ক থেকে স্বাধীনতার প্রশ্নে তাঁদের রায় জানাবেন৷ ১৯৪৮ সাল থেকে ফেরো দ্বীপ স্বায়ত্তশাসনের অধিকার পেয়েছে৷ শুধু পররাষ্ট্র ও প্রতিরক্ষার বিষয় দুটি ডেনমার্কের হাতে রয়েছে৷

দিন দিন এসব অঞ্চলগুলোর স্বাধীনতার পক্ষে জনমত যে ভাবে বাড়ছে শান্তিপ্রিয় মহাদেশ খ্যাত ইউরোপের শান্তি কোথায় গিয়ে দাঁড়ায় সে আশঙ্কায় আছে বিশ্ববাসী।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :