ড্রেজার চালকের ধমকে ব্রহ্মপুত্রে শিশুর ঝাঁপ, আটক ৩

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৭, ২৩:৫৩

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজার চালকের তাড়া খেয়ে ওমর ফারুক (৭) নামে এক শিশু নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় জনতা ড্রেজার চালকসহ তিন শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

রবিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ টাঙ্গাব গ্রামের সৌদি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। 

ঘটনার পর সাড়ে ১২ ঘণ্টা পেরিয়ে গেলও রাত ১০ টা পর্যন্ত নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। শিশুটির সন্ধানে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার পাগলা থানার দক্ষিণ টাঙ্গাব গ্রামের সৌদি বাজার এলাকার মোহাম্মদ আলম মিয়ার ছেলে, নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওমর আলী অন্যান্য শিশুদের সাথে বাড়ি থেকে কিছু দূরে ব্রহ্মপুত্র নদের তীরে বালু উত্তোলনের ড্রেজারে উঠে বালু উত্তোলন দেখতে যায়। এ সময় ড্রেজার চালকের তাড়া খেয়ে নদে ঝাঁপিয়ে পড়ে ওমর। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে।

এ ঘটনার পর ড্রেজার নিয়ে শ্রমিকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী আলমগীর (২৬), কবির মিয়া(২৮), আশিক(২৫) নামে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিখোঁজ শিশুর পিতা আলম মিয়া অভিযোগ করে বলেন, বালু ব্যবসায়ী হারুন মোল্লার বালুর ড্রেজারে উঠে আমার শিশু পুত্র ওমর আলী বালু উত্তোলন দেখার সময় তাকে ড্রেজার চালক তাড়া করে। এতে সে প্রাণ ভয়ে নদে ঝাঁপ দিয়ে পানিতে তলিয়ে যায়। 

এ ব্যাপারে বালু ব্যবসায়ী হারুন মোল্লাকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গফরগাঁও ফায়াস সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, বিকাল ৫টায় টঙ্গী থেকে দুজন ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে। 

পাগলা থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, এ ঘটনায় তিন ড্রেজার শ্রমিককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ ইএস)