‘মোস্তাফিজদের মেসি-ম্যারাডোনা হওয়ার দরকার নেই’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১১:০৪ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ১০:৪৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার আগে ডায়মন্ড ওভালে গা গরমের জন্য ফুটবল খেলার সময় অ্যাংকেল মচকে যায় মোস্তাফিজুর রহমানের। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে দক্ষিণ আফ্রিকার সফরই শেষ ফিজের।

দলের দুঃসময়ে তারকা পেসারকে হারানো মানতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘অনুশীলনের সময় আঘাত পাওয়াটা দুঃখজনক ব্যাপার। সারা বছর সে অনুশীলন করছে কিন্তু জাতীয় দলের হয়ে যখন সে খেলতে নামবে ঠিক তখন ইনজুরিতে পড়ছে। অনুশীলনের সময় ইনজুরি প্লেয়ারদের মনোসংযোগের ঘাটতির কারণে হতে পারে। ফুটবল খেলার কথাই ধরা যাক। প্লেয়ারদের মনে রাখতে হবে আমরা ওয়ার্মআপের জন্য ফুটবল খেলছি, জেতার জন্য নয়।’

‘তাদের মনে রাখতে হবে আমরা গোল দেয়ার জন্য খেলবো না। কোন প্রতিযোগিতা করা যাবে না। তারা যেটা করে একজন বল নিয়ে সে পাস না দিয়ে পায়ের মধ্যে বল রেখে দিচ্ছে। কেড়ে আবার কেউ লড়ছে। তাহলে কিন্তু কারোরই ওয়ার্মআপ হচ্ছে না। নির্দেশনা সবসময়ই থাকে, কিন্তু বল পেলে ম্যারাডোনা মেসি হয়ে যায়।’ মন্তব্য দেবাশীষ চৌধুরীর।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :