হুয়াওয়ে ফোনের দাম কমলো

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ১০:৪৬

একটি মডেলের ফোনের দাম কমালো হুয়াওয়ে। এটি হনর সিরিজের ফোন। মডেল হনর এইট প্রো। ফোনটি এ বছরের জুলাইয়ে বাজারে এসেছিল। তখন এটির দাম ছিল ভারতের বাজারে ২৯ হাজার ৯৯৯ রুপি। এখন এটি বিক্রি হচ্ছে ২৬ হাজার ৯৯৯ রুপিতে।

মিডনাইট ব্ল্যাক হোক বা নেভি ব্লু, দুটি কালার ভেরিয়েন্টের ক্ষেত্রেই এই দাম। অনার ৮-এরই আপগ্রেডেড ভার্সান অনার ৮ প্রো। এই মডেলের ফিচার্স আরেকটু বেশি। স্পেশিফিকেশনের কথা বলতে গেলে, এই ফোনের ৫.৭ ইঞ্চির QHD (1440×2560 pixels) LTPS LCD ডিসপ্লে।

ইন হাউস Kirin 960 octa-core প্রসেসর রয়েছে এতে। ৬ জিবি র‌্যাম। স্টোরেজ ১২৮ জিবি, যদিও তা বাড়ানো যাবে।

কখন ইউজাররা ইনঅ্যাক্টিভ আর কখন করেন মেসেজ রিয়ার ডুয়াল ক্যামেরা রয়েছে ফোনটির। একটি সেন্সর ১২মেগাপিক্সেলের, আরেকটি আরজিবি। মনোক্রোমে হবে ইমেজ। f/2.2 অ্যাপারচারের লেজার অটো ফোকাস ক্যামেরা। এলইডি ফ্ল্যাস এবং ৪কে ভিডিও রেকর্ডিং।

ফন্টে f/2.0 অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৪০০০ এমএএইচের ব্যাটারি এই ফোনে। রয়েছে Android 7.0 Nougat সঙ্গে EMUI 5.1 custom skin।

কানেক্টিভিটির অপশনও মন্দ নয়। ডুয়াল সিম, rear fingerprint sensor, NFC, USB Type-C, 4G LTE support, infrared sensor এবং Bluetooth 4.2 রয়েছে এতে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা