স্যামসাং ফোনে ডেস্কটপ কম্পিউটারের সুবিধা

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:০৬

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং জানিয়েছে, তারা একটি অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছে। যেটি দিয়ে তাদের গ্যালাক্সি মোবাইল ফোন দিয়ে ডেস্কটপ কম্পিউটারের সুবিধা পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি লিনাক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক একটি অ্যাপ ডেভেলপ করছে। এই অ্যাপের সাহায্যে গ্যালাক্সি ফোন মনিটরের সঙ্গে সংযুক্ত করে ডেস্কটপ কম্পিউটারে হিসেবে ব্যবহার করা যাবে।

এটি স্যামসাংয়ের ডেক্স প্লাটফর্ম। স্যামসাংয়ের ফ্লাগশিপ ডিভাইস নোট এইটে এই সুবিধা আছে। একটি ডকের ফোনটি সংযুক্ত করে তাতে মনিটর, কি-বোর্ড ও মাউস সংযোজন করে কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।

স্যামসাং জানিয়েছে, তাদের নোট এইট, নোট এইট প্লাস এবং গ্যালাক্সি নোট এইটে ডেক্স সুবিধা মিলবে। অচিরেই স্যামসাংয়ের অন্যসব ডিভাইসেও এই সুবিধা চালু করা হবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারেও ডেক্স সংযুক্ত করে লিনাক্স অপারেটিং সিস্টেমের অভিজ্ঞতা নেয়া যাবে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা