‘গোল্ডেন বয়’ এমবাপ্পে

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৭, ১৫:২৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন পিএসজির তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার ফরাসি তারকা ওসমান ডেম্বেলে ও ম্যানসিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসকে পেছনে ফেলে এই এ পুরস্কারের ঘরে তোলেন এমবাপ্পে।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১১ ম্যাচে ৪ গোল করেছেন এমবাপ্পে। আর গত বছর মোনাকোর হয়ে দুর্দান্ত খেলে দলকে ফ্রেঞ্চ লিগ জিতিয়েছেন।  জাতীয় দলের হয়ে খেলেছেন আটটি ম্যাচ। বর্তমানে পিএসজিতে ধারে খেলছেন এমবাপ্পে। আগামী মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি এই তারকার সঙ্গে চুক্তি করবে পিএসজি।

এর আগে ‘গোল্ডেন বয়’ পুরস্কারটি পান লিওনেল মেসি, পল পগবা ও ইসকোর মতো সুপারস্টাররা। ২০০৩ সাল থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়। ৩০ জনের সাংবাদিক প্যানেলের ভোটে বিজয়ী এমবাপ্পে পান সর্বোচ্চ ২১৯ ভোট।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেইউএম)