বিনামূল্যের সিম অপরাজিতায় যে সুবিধা মিলবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:৪৩ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:৩৭

নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে টেলিটক নারীদের মাঝে বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’সিম সারা দেশে বিতরণ করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এতথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অপরাজিতা সিমে অত্যন্ত সুলভ মূল্যে কল ও ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ইন্টারনেটে প্রবেশাধিকারে জেন্ডার বৈষম্য বহুলাংশে হ্রাস পাবে। বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা-৫ (জেন্ডার সমতা অর্জন এবং সব নারী ও মেয়ের ক্ষমতায়ন করা) অর্জন ত্বরান্বিত হবে।

তারানা হালিম বলেন, স্টার্টআপ বোনাস হিসেবে অপরাজিতা গ্রাহক ১০ টাকা প্রিলোডেড অ্যামাউন্ট হিসেবে পাবেন যা তিনমাস পর্যন্ত বহাল থাকবে। সেই সঙ্গে এক জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট এবং পাঁচ মিনিট অফ-নেট ফ্রি পাবেন অ্যাকটিভেশনের দিন থেকে শুরু করে সাত দিনের জন্য।

অপরাজিতা গ্রাহক আট টাকা সপ্তাহব্যাপী এক জিবি ও ১৪ টাকায় সপ্তাহব্যাপী দুই জিবি ডাটা সিম অ্যাকটিভেশনের পরবর্তী তিন মাসে যতো বার খুশি উপভোগ করতে পারবেন।

অপরাজিতা গ্রাহক ২৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক সপ্তাহব্যাপী ৩০ পয়সা/মিনিট অন-নেট এবং ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবে।

টেলিটকের বর্তমান নারী গ্রাহকরা অপরাজিতা প্যাকেজ মাইগ্রেট করতে পারবেন। মাইগ্রেটেড গ্রাহক ২৯ এবং ৯৯ টাকা রিচার্জে রেট-কাটার অফার উপভোগ করতে পারবে। সেই সঙ্গে তিন মাস ডাটা অফার উপভোগ করতে পারবেন।

কোথায় মিলবে এই সিম টেলিটকের অপরাজিতা সিম সারা দেশে টেলিটকের ৯৭টি গ্রাহক-সেবা কেন্দ্র ও দেশব্যাপী নির্ধারিত রিটেইল পয়েন্টে পাওয়া যাবে। অপরাজিতা গ্রাহকদেরকে সব রকমের সহায়তার জন্য প্রস্তুত থাকবে টেলিটকের গ্রাহক-সেবা কেন্দ্রগুলো।

রিটেইল পয়েন্টের ঠিকানা মিলবে এই লিঙ্কে: http://www.teletalk.com.bd//allCustomerCareTable.jsp?type=tsp&lang=bn

এই সিমের যত সুবিধা টেলিটকের অপরাজিতা সিম নারীরা বিনামূল্যে পাবেন। এতে ৯৯টি এফএনএফ কল রেট উপভোগ করা যাবে। এছাড়াও ২৯ বা ৯৯ টাকা রিচার্জে সর্বনিম্ন কলরেট পাওয়া যাবে। এই সিমে সাত দিনের জন্য ১জিবি ইন্টারনেট ডাটা প্যাক কেনা যাবে মাত্র আট টাকায়। ২ জিবি ডাটা মিলবে মাত্র ১৪টাকায়। এসএমএসঃ ৪০ পয়সা যেকোন অপারেটরে।

স্টার্ট-আপ বোনাস

১। গ্রাহক ১০ টাকা প্রিলোডেড এমাউন্ট হিসেবে পাবেন।

২। প্রিলোডেড অ্যামাউন্টের মেয়াদ ৯০ দিন।

৩। গ্রাহক ১ জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট এবং ৫ মিনিট অফ-নেট ফ্রি পাবেন।

৪। ফ্রি মিনিট ও ডাটার মেয়াদ অ্যাক্টিভেশনের দিন থেকে শুরু করে ৭ দিন

স্পেশাল ডাটা অফার ১। অপরাজিতা গ্রাহক ৮ টাকায় ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি ডাটা সিম অ্যাক্টিভেশনের তিন মাসে যতবার খুশি ততবার উপভোগ করতে পারবেন। মেয়াদ ৭ দিন।

২। অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না।

৩।রিচার্জ অ্যামাউন্টে ভ্যাট,সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তর্ভুক্ত।

২৯ টাকায় রেট কাটারঃ

১। ২৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবেন।।

২। সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৭ দিন।

৩। মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল কলরেটে ফিরে যাবেন।

৪। ১ সেকেন্ড পালস প্রযোজ্য।

৯৯ টাকায় রেট কাটার

১। ৯৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবেন।

২। সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন।

৩। মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন।

৪। ১ সেকেন্ড পালস প্রযোজ্য

শর্তাবলী

১। শুধুমাত্র নারী গ্রাহকগণ অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করতে পারবেন।

২।অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করার জন্য নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

৩।সর্বনিম্ন মূল্যের ডাটার মেয়াদ ৩ মাস।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :